ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

প্রথমবার ফোয়াদ নাসের বাবুর সুরে গেয়ে উচ্ছ্বসিত রাবেয়া সেতু

প্রথমবার ফোয়াদ নাসের বাবুর সুরে গেয়ে উচ্ছ্বসিত রাবেয়া সেতু

অভি মঈনুদ্দীনঃ বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী মিউজিসিয়ান, সঙ্গীত পরিচালক, সুরস্রষ্টা ফোয়াদ নাসের বাবুর সুরে প্রথমবার গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ‘বাংলার গায়েন’খ্যাত শিল্পী রাবেয়া সেতু। ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের এই গানটি গেয়েছেন সেতু’সহ আরো বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী। তবে বাবুর সুরে গান গেয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তিনি। গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। সুর সঙ্গীত করেছেন ফোয়াদ নাসের বাবু।

ফোয়াদ নাসের বাবু বলেন,‘ সেদিনই প্রথম রেকর্ডিং-এ দেখা হলো রাবেয়া সেতুর সঙ্গে। মিষ্টি একটি কন্ঠ, ভীষণ ভালো গায়।’

রাবেয়া সেতু বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে বাবু স্যারের সুরে গাইতে পেরেছি আমার সঙ্গীত জীবনের ক্যারিয়ারের শুরুতেই। এটা আমার জন্য আগামীদিনের পথচলার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সঙ্গে আরো যারা গেয়েছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’

আরও পড়ুন

জানা যায় শিগগরিই ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ গানটি প্রচারে আসবে। গানটিতে আরো কন্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির, প্রিয়াঙ্কা। ২০২০ সালে করোনা কালীন সময়ে ‘বাংলার গায়েন’ রিয়েলিটি শো’তে অংশগ্রহন করে প্রথম রানার আপ হন। পাঁচ বছর বয়স থেকেই রাবেয়া সেতু নরসিংদীর শিল্পকলা একাডেমি’তে গান শেখা শুরু করেন। পল্লীগীতি, নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে তার বাবার নাম রহমত উল্যাহ। মায়ের নাম শিখা বেগম। রাজধানীল সঙ্গীত কলেজে সঙ্গীত বিষয়ে অনার্স করছেন রাবেয়া সেতু। এরপর নিতাই সাহা ও হরিমোহন দেবনাথের কাছে গানে তালিম নেন তিনি। ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ সালে রাবেয়া সেতু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কৃত হন। এখন পর্যন্ত ৬০টির বেশি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন তিনি।

যারমধ্যে বিশেষ্যভাবে উল্লেখযোগ্য হলো এ মিজানের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘নগরের জাদুকর’, আহমেদ খসরুর লেখা ও দেলোয়ার শাহনেওয়াজের সুরে ‘বৈদেশি বন্ধু’ ইত্যাদি। রাবেয়া সেতু সবসময়ই ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘বাংলার গায়েন’র প্রতি। রাবেয়া সেতু স্টেজ শোতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার সমসাময়িক অন্যান্য শিল্পীর চেয়ে একটু বেশিই বটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে যোগ দিয়ে ইতিহাস গড়লেন স্বপ্নীল সজীব

নিজামীর অপরাধ এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন : এটিএম আজাহারুল ইসলাম

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

কুড়িগ্রামের রাজারহাটে দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু