রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামু থানার ওসি তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় সিএনজিটি ছিটকে পড়ে। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তাঁর শিশু সন্তানসহ আরও দুই অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ওই দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি তৈয়বুর রহমান আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিটি যাত্রী নিয়ে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ রেলক্রসিংয়ে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
আরও পড়ুনরশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বদি আলম বলেন, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় আরও দুইজন মারা যান।
রামু রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১টার দিকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি রামুর ধলিরছড়া এলাকার রেলক্রসিংয়ে পৌঁছলে সিএনজিটি ধাক্কা দেয়। ট্রেনটি সিএনজিটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
মন্তব্য করুন