ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলটির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, পূজা মণ্ডপে শান্তি বজায় রাখতে যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। সুযোগসন্ধানী ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছুক ব্যক্তিরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে।

পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান রিজভী। তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন