বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা মানিক গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা থানা পুলিশ আজ বুধবার (৩০ জুলাই) (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতা মানিক মিয়াকে (৩৯) উপজেলা বালুয়াহাট ইউনিয়নের উত্তর আটকরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আটক আওয়ামীলীগ নেতা উপজেলার বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডলের ছেলে। সে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক ছিল।
আরও পড়ুনতার বিরুদ্ধে সোনাতলা থানায় নাশকতার মামলা রয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী জানান, গ্রেফতারকৃত মানিক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন