ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

গাজায় মৃত্যু ছাড়াল ৬০ হাজার 

গাজায় মৃত্যু ছাড়াল ৬০ হাজার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সে সঙ্গে উপত্যকাটিতে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। অনাহারে মৃত্যু হয়েছে দেড় শতাধিক মানুষের।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে করা এ হামলায় নিহত হচ্ছে বেসামরিক নাগরিক। যার বেশিরভাগ নারী ও শিশু। মঙ্গলবারও (২৯ জুলাই) উপত্যকাটিতে গাজাজুড়ে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ দিন বিকেল পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন করে হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন ১৯ জন। ফলে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনি নিহত হলেন। সে হিসাবে প্রতিদিন নিহত হয়েছেন ৯০ জনের বেশি। হামলা শুরুর পর থেকে আহত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৭০ ফিলিস্তিনি। আর আগের দিন সোমবার ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, অনেক আহত-নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপেরও নিচেও অনেকে আটকা পড়ে আছেন। তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়।

আরও পড়ুন

এদিকে কিছুটা স্বস্তির খবর হলো, গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণায় বলা হয়েছে, তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখছে এবং নতুন ত্রাণ করিডর চালু করেছে। তবে ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক নির্দেশনা মানছে না ইসরায়েল।  খবর : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব পালনের পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

গাজায় আরও ১০৪ ফিলিস্তিনিকে হত্যা 

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

শাহবাগ অবরোধ করে জুলাই সনদের দাবি, যান চলাচল বন্ধ

জাতীয় সরকারের প্রস্তাবে রাজি ছিলেন না তারেক রহমান : নাহিদ 

বগুড়ায় যুবদল নেতা অতুলকে কুপিয়েছে দুর্বৃত্তরা