বিমানের টয়লেটে সিগারেট জ্বালিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের লখনৌতে যাওয়ার সময় বিমানের টয়লেটে সিগারেট জ্বালিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। তিনি ইন্ডিগোর একটি ফ্লাইটে করে লখনৌ আসছিলেন।
ওই সময় নেশা ওঠায় তিনি বিমানের টয়লেটে লুকিয়ে সিগারেট খাওয়ার চেস্টা করেন। তবে কেবিন ক্রুরা সিগারেটের গন্ধ পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর বিমান অবতরণের পর তাকে বিমানবন্দর কর্তৃপক্ষে হাতে তুলে দেন ক্রুরা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ নাসির (৪৩)। তিনি পেশায় শ্রমিক এবং প্রায়ই বিমানে করে বিদেশে যাতায়াত করেন।
পুলিশ জানিয়েছে, নাসির পুরোনো লখনৌর বাসিন্দা। তিনি সৌদি থেকে ভারতে আসার সময় টয়লেটে সিগারেট খাওয়ার চেষ্টা করেন।
পুলিশ হেফাজতে নেওয়ার পর তার বিরুদ্ধে জনসাধারণকে বিরক্ত করার অভিযোগে ৩৪ ধারায় মামলা দেওয়া হয়। তাকে এখন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হবে। এরপর ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে পরবর্তী নির্দেশ দেবেন।
আরও পড়ুনবিমানে সিগারেট ধরালে ধোঁয়া ডিটেক্টর বা স্মোক অ্যালার্ম বেজে উঠতে পারে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এতে করে বিমানের জরুরি অবতরণের প্রয়োজনও হতে পারে। যা ফ্লাইট সূচিকে উলটপালট করে দেবে।
বিমানের কেবিন একটি বদ্ধ স্থান যেখানে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়। সিগারেটের ধোঁয়ায় থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো বদ্ধ কেবিনে ছড়িয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সবচেয়ে বড় ঝুঁকি হলো, ধোঁয়া যদি ইলেকট্রনিক্স সরঞ্জাম বা কোনো দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তাহলে আগুন লাগার সম্ভাবনা থাকে। বিমানের ভেতরে আগুন লাগা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিগুলোর মধ্যে একটি। কারণ বিমানের মধ্যে অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। ফলে ছোটখাটো ঝুঁকিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন