ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভারতে মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত,ভারতে মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কেরালার স্বাস্থ্য কর্তৃপক্ষ বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস (পিএএম) নামক মস্তিষ্কের সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এটি একটি বিরল ও মারাত্মক রোগ। যা নেগ্লেরিয়া ফাউলেরি নামেও পরিচিত। 'মস্তিষ্ক-খেকো অ্যামিবা'র কারণে এই রোগ হয়। এই বছর কেরালায় ৬১টি সংক্রমণের ঘটনা নিশ্চিত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই পরিস্থিতিকে একটি গুরুতর জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। এই সংক্রমণ, যা আগে কোঝিকোড় এবং মালাপ্পুরমের মতো কিছু নির্দিষ্ট জেলায় দেখা গিয়েছিল, এখন রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের মধ্যে তিন মাস বয়সী শিশু থেকে শুরু করে ৯১ বছর বয়সী বৃদ্ধও রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের মতো এবার আমরা কোনো একটি নির্দিষ্ট জল উৎস থেকে সংক্রমণের ক্লাস্টার দেখছি না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, যা আমাদের রোগতত্ত্ব সংক্রান্ত তদন্তকে জটিল করে তুলেছে।


কেরালা সরকারের একটি নথি অনুসারে, পিএএম সংক্রমণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং এটি মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে। এর ফলে মস্তিষ্কে গুরুতর ফোলা সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর মৃত্যু হয়। এই বিরল রোগটি সাধারণত সুস্থ শিশু, কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়।

আরও পড়ুন

নথিতে বলা হয়েছে, উষ্ণ ও বদ্ধ মিঠা জল যেমন পুকুর বা হ্রদ, এই মস্তিষ্ক-খেকো অ্যামিবার প্রধান বাহক। যখন কোনো ব্যক্তি সাঁতার কাটে বা ডুব দেয়, তখন এই অ্যামিবা নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্ককে আক্রমণ করে। উল্লেখ্য, দূষিত জল পান করলে এই রোগ হয় না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগুনের কোরমার সহজ রেসিপি

ডাবলিনে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন বেথেল

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে বগুড়া দ্বিতীয় রাউন্ডে

সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে : আইন উপদেষ্টা  

জেমস বন্ডের রূপে ধরা দেবেন রণবীর!

নানা সমস্যায় বড়াইগ্রামের বনপাড়া কলেজ