ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

 রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

 রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১২ মাইল গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুনামির জেরে পূর্ব এবং উত্তর-পূর্ব উপকূলে ১০ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে। সুনামি হতে পারে কামচাটকাতেও।

আরও পড়ুন

এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু উপকূলে আগামী তিন ঘণ্টার মধ্যে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে। গুয়াম ও মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপ অঞ্চলের জন্যও সুনামি ওয়াচ (পর্যবেক্ষণ) কার্যকর রয়েছে। এর আগে, গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার