সারাদেশে ৩১ হাজারটির বেশি মন্ডপ
বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

স্টাফ রিপোর্টার : আর মাত্র ১২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গা প্রতিমাগুলোকে সুন্দর করতে চলছে কারু শিল্পীদের কাজ। শিল্পীদের নিপূণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো।
সেই সাথে সৌন্দর্যবর্ধনে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জাসহ নানা আয়োজন। এবার বগুড়া জেলায় ৬৮১ মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর ২০২৪ সালে দুর্গাপুজার আয়োজন করা হয়েছিল ৬৭৭টি মন্ডপে। সে তুলনায় এবার দুর্গাপূজার আয়োজন বেড়েছে। গত বছরের চেয়ে এবার বগুড়ায় ৪টি বেশি মন্ডপে পূজা হবে।
এ সব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বলেন, এবার ব্যাপক উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে যষ্ঠির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হচ্ছে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ আক্টোবর নবমী ও ২ অক্টোবর দশমী অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পূজায় মন্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে তাদের কোন শংকা নেই।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এবার সারাদেশে ৩১ হাজারেরও বেশি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা। যা গত বছরের তুলনায় বেশি। গত বছর ৩০ হাজার মন্ডপে পূজা উদযাপিত হয়েছিল। বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে বগুড়ার মন্ডপগুলো। থাকবে সেনা টহল ও নজরদারি। এ ছাড়া সাধারণ মন্ডপগুলোতে পুলিশ টহল দিবে। সেইসাথে দায়িত্ব পালন করবে পর্যাপ্ত আনসার সদস্যগণ। টহল দিবে র্যাব সদস্যরাও।
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্য অনুযায়ী জেলার ১২টি উপজেলায় ৬৮১টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে সদরে ১১৯টি, শিবগঞ্জে ৬১টি, আদমদিঘীতে ৬৫টি, দুপচাঁচিয়ায় ৪৫টি, কাহালুতে ৩৩টি, নন্দীগ্রামে ৪৭টি, শাজাহানপুরে ৪৮টি, গাবতলীতে ৭৫টি, সোনাতলায় ৪৭টি, শেরপুরে ৮৪টি, ধুনটে ৩৪টি ও সারিয়াকান্দিতে ২৩টি মন্ডপে দুর্গার্পজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় বলেন, বগুড়া পূজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছেন। পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীও কাজ করবে। তিনি বলেন, মন্ডপগুলোতে সিসিটিভি লাগানোর জন্য বলা হয়েছে।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির সদস্য দিলীপ কুমার দেব বলেন, এবার বগুড়ায় ৬৮১টিসহ সারাদেশে ৩১ হাজার ৩৬৪টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে পূজার দিন ঘনিয়ে আসতে আসতে পূজা মন্ডপের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার সারাদেশে পুজার আয়োজন বেশি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এবার দেবীর আগমণ হবে গজে (হাতি) এবং গমন হবে দোলায় (পালকি) চড়ে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: আতোয়ার রহমান বলেন, বগুড়ায় পূজা মন্ডপগুলোতে থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। থাকবে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সেইসাথে শহরের বিভিন্ন সড়কে যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন