সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার মাঠগুলো থেকে দ্রুত বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ছোট মাছ ধরা পরায় স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন জাতের মাছের সরবরাহ বেড়েছে।
তাড়াশ পৌর মাছের বাজারে গত কয়েকদিনের তুলনায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রচুর দেশি মাছের সরবারাহ লক্ষ্য করা গেছে। মাছগুলোর মধ্যে রয়েছে- পুঁটি, টেংরা, কই, শিং, দাঁড়কিনি, খলসা, গোচই ইত্যাদি। সরবরাহ বাড়ায় দামও গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে। আগে যে মাছ কেজিতে বিক্রি হতো এখন (ভাগা) অনুমান করে বিক্রি হচ্ছে।
আরও পড়ুনবেত্রাশীন গ্রাম থেকে মাছ বিক্রি করতে আসা জলিল জানান, জমির কোনার গর্তগুলোর পানি সেচে প্রচুর ছোট মাছ পাওয়া যাচ্ছে। অত মাছ খাওয়া যায় না। রোদ না থাকায় মাছ শুকানোও যাচ্ছে না তাই বাজারে মাছ বিক্রি করতে এনেছেন। কিন্তু দাম খুব কম হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন