ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রামন বিমানবন্দর এবং নেগেভের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, চারটি ড্রোন দিয়ে ইসরাইলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যস্তুতে হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

হুথি বিদ্রোহীরা জোর দিয়ে বলেছে, ইসরাইলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।তিনি বলেন, তিনটি ড্রোন রামন বিমানবন্দরে আঘাত করেছে আর চতুর্থ ড্রোনটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। তার দাবি, সবগুলো ড্রোন সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

আরও পড়ুন

সারি বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসের সাথে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, ঠিক যেমনটি অতীতেও হয়েছে।

গত কয়েক মাস ধরে, ইয়েমেন গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলে হামলা চালিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছেন ‘রাকসু’ প্রার্থীরা

বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড 

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস

ছাড়পত্র নিয়ে বাসায় যাচ্ছেন মাইলস্টোন দূর্ঘটনায় ৪৫% বেশি বার্ন হওয়া রোহান

ফরিদপুরে অব্যাহত বিক্ষোভ, হয়েছে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড