জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ শিক্ষার্থী চিকিৎসাধীন থাকবে
ছাড়পত্র নিয়ে বাসায় যাচ্ছেন মাইলস্টোন দূর্ঘটনায় ৪৫% বেশি বার্ন হওয়া রোহান

অনলাইনডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া আরও এক শিক্ষার্থী রোহান (১৪) আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ছাড়পত্র পাচ্ছে। দুপুরে তাকে ছাড়পত্র দেবে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, ৪৫ শতাংশের বেশি বার্ন নিয়ে ভর্তি হওয়া রোহান এখন সুস্থ। ছাড়পত্র দেওয়ার আগে দুপুর দেড়টায় ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীনের অফিস কক্ষে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোহানকে ছাড়পত্র দেওয়ার পর ইনস্টিটিউটে আরও ১৫ শিক্ষার্থী চিকিৎসাধীন থাকবে। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত।এর আগে ৩ সেপ্টেম্বর পাঁচ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমর্মান্তিক ওই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটেই প্রাণ হারান ২০ জন। দুর্ঘটনার পর ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন ৫৭ জন। তাদের মধ্যে একজনকে পাঠানো হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, বাকিরা চিকিৎসা শেষে ইতোমধ্যেই বাসায় ফিরেছেন।
মন্তব্য করুন