ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাড়ি পোড়ানোর মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ফখরুল-গয়েশ্বরসহ ৭৭ জন

গাড়ি পোড়ানোর মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ফখরুল-গয়েশ্বরসহ ৭৭ জন, ছবি: সংগৃহীত।

নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ দলটির ৭৭ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের এ অব্যাহতির আদেশ দেন।

এ দুই মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। এ মামলায় পুলিশ তদন্ত করে সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আগের দিন ১১ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানাধীন বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে দুষ্কৃতিকারীরা মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানা মামলা করেন এসআই শামছুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি

ভাঙ্গার পরিস্থিতি কিছুটা শান্ত, এখনো বন্ধ দুই মহাসড়ক

টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

আজ সকালের পর তিস্তার পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে