আসাদ সরকারের পতনের পর
প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সিরিয়া

নতুন প্রশাসনের অধীনে প্রথমবারের মতো সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সিরিয়া। রবিবার বার্তা সংস্থা সানাকে দেশটির নির্বাচন কমিশনের প্রধান বা নির্বাচনী প্রক্রিয়া তত্ত্বাবধানকারী মোহাম্মদ তাহা আল-আহমদ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে এই নির্বাচন হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মোহাম্মদ তাহা আল-আহমদ সানাকে আরও বলেন, ২১০ সদস্যের জনপ্রতিনিধি পরিষদের ভোটগ্রহণ ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর, প্রথমবারের মতো দেশের নতুন কর্তৃপক্ষের অধীনে এই নির্বাচন হবে। ২১০ আসনের এক-তৃতীয়াংশ মনোনয়ন দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আর বাকি আসনগুলোতে ভোট হবে।
সম্প্রতি এরেম নিউজ সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনী কমিটির অপর সদস্য হাসান আল-দাঘিম বলেন, সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি নির্বাচনী কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনের জন্য ভোট দেবে।
আরও পড়ুনচলতি বছরের মার্চে শারা যে অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন, তাতে বলা হয়েছে একটি ‘জনগণের কমিটি’ গঠন করা হবে, যা একটি স্থায়ী সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সংসদের দায়িত্ব পালন করবে। এই প্রক্রিয়ায় কয়েক বছর সময় লেগে যেতে পারে।নির্বাচনের ঘোষণা এমন এক সময় এলো, যখন সিরিয়া ক্রমশ নতুন দামেস্ক প্রশাসনকে ঘিরে মতবিভক্ত হয়ে পড়ছে। কারণ চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে শত শত মানুষ নিহত হয় এবং যুদ্ধ-পরবর্তী সিরিয়ার নাজুক রূপান্তর প্রক্রিয়া ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়।
মন্তব্য করুন