ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা হুথির

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা হুথির, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে।

রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে-ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে, তাদের জাহাজও হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন

তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডারের জরিমানা

রংপুর চলতি বছরের প্রথম ছয় মাসে সাত মামলা দায়ের : দুদক সমন্বিত জেলা কার্যালয়

প্রাথমিকের সব প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড, প্রজ্ঞাপন জারি

বগুড়ায় ছাত্রলীগের সদস্য আরিফুল গ্রেফতার

চাঁদাবাজির অভয়াশ্রম এনসিপিতে হবে না:হাসনাত আবদুল্লাহ

আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমানঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমানবাহিনী