দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা আদায়

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর নামক স্থানে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী জাকির হোসেন জানান, আদালত আজিজুল ইসলাম নামে একজনের নিকট থেকে ৫০ হাজার টাকা এবং সুমন নামে এক জনের নিকট থেকে ৫০ টাকা টাকা জরিমানা আদায় করেন।
মন্তব্য করুন