ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বগুড়ায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে দম্পতির কারাদন্ড

বগুড়ায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে দম্পতির কারাদন্ড। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : অবৈধভাবে পিস্তল ও গুলি রাখার দায়ে অস্ত্র আইনের মামলায় অভিযুক্ত দম্পতির পৃথক পৃথক ধারায় কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

রায়ে বগুড়ার শেরপুর উপজেলার পৌর এলাকার টাউন কলোনির আয়নাল হক মাস্টারের ছেলে ফাহিম ওরফে রেজাউল হককে আগ্নেয়াস্ত্র (পিস্তল) রাখার দায়ে ১২ বছরের সশ্রম করাদন্ড ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ওই আসামির স্ত্রী বুলবুলিকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) রাখার দায়ে ১০ বছরের সশ্রম করাদন্ড ও গুলি রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

উভয় সাজা একত্রে চলবে মর্মে রায়ে উল্লেখ করা হয়। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মো. আবু হানিফ আজ সোমবার (২৮ জুলাই) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, শেরপুর থানার তৎকালীন এসআই বুলবুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে বিগত ২০১৩ সালের ১৯ মে ভোরে শেরপুর পৌর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেফতার করে। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের হেফাজতে রাখা ছাগলের ঘর থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ম্যাগাজিন এবং আরও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে এসআই বুলবুল ইসলাম বাদি হয়ে ফাহিম ওরফে রেজাউল হক ও তার স্ত্রী বুলবুলির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এসআই আলহাজ উদ্দিন ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন এপিপি এড. আব্দুল হাকিম এবং আসামি পক্ষে এড. রেজাউল করিম মজনু ও এড. শাহিনুর রাফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে