কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : শাপলা ফুল তুলতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ২ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টার সময় উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকায়।
মৃত দুই শিক্ষার্থী হলো আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) এবং আবু বক্কর মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (১১)। তারা দুইজনেই উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ওই এলাকার বেলাল মিয়া জানান, আজ সোমবার (২৮ জুলাই) বিকেল দিকে বৃষ্টির মাঝে পার্শ্ববর্তী বড় ডোবা নামে নিচু জমিতে শাপলা ফুল তোলার জন্য পানিতে নামে দুই বন্ধু।
আরও পড়ুনওই ডোবার ফাকে কিছু জমি কোনায় বড় বড় গর্ত করা ছিল। তারা বুঝতে না পেরে ফুল তুলতে গিয়ে ওই গর্তের গভীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ নিখোঁজ থাকার পর তাদের লাশ ভেসে ওঠে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্তারিত জানার পর লাশ দুটোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন