ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে জুলাই-৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়। জুলাই-৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, জেলা ক্রীড়া অফিসার মাসুদ আহমেদসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, আজ রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রংপুর জেলা স্টেডিয়ামে রংপুর সদর ও কাউনিয়া উপজেলা একাদশের মধ্যদিয়ে জুলাই-৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ৪টি ভেন্যুতে রংপুরের ৮টি উপজেলা দল খেলায় অংশ নিবে। রংপুর স্টেডিয়াম ছাড়াও গঙ্গাচড়া মিনি স্টেডিয়াম, শঠিবাড়ি ডিগ্রি কলেজ মাঠ, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ফাইনালে জয়ী চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ১ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়াও ১৮ ক্যারেট সোনায় মোড়ানো ট্রফি দেয়া হবে চ্যাম্পিয়ন দলকে। প্রতি ম্যাচে সেরা খেলোয়ার পাবেন ১ হাজার টাকা ও ম্যান অব দ্যা ম্যাচ পাবেন ক্রেস্ট। প্রতিটি উপজেলা দল ম্যাচে অংশগ্রহণের জন্য পাবেন ৭ হাজার টাকা। এছাড়াও প্রতিটি দল বহিরাগত ৪ জন খেলোয়ারকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার

বগুড়া নন্দীগ্রামে সংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার, দোকানে দোকানে অভিযান