দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রানীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নীলা রানী (৪৪) নামের এক নারীকে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এলাকার সচেতন নাগরিকদের আয়োজনে মানববন্ধন করা হয়। গতকাল শনিবার দুপুর ১২ টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, হৃদয় চন্দ্র রায়, শুভ চন্দ্র রায় সহ এলাকাবাসী।
গত ২৩ জুলাই উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী নীলা রানী গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় নিজ ফসলি জমি দেখে বাড়ি ফিরছিলেন।
এ সময় একই ইউনিয়নের মো. মোজাম্মেল হকের তিন ছেলে সাবেক ইউপি সদস্য বাবুল ইসলাম (৫৫), শরিফুল ইসলাম (৪০), তরিকুল ইসলাম (৪২) ও বাবুল ইসলামের ছেলে মুন্না ইসলাম (২৯) নীলা রানীকে একা পেয়ে রাস্তায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।
আরও পড়ুনঘটনার পর গুরুতর আহত অবস্থায় নীলা রানীকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন