ইতিহাস গড়তে কানাডায় যাচ্ছে ওয়ারফেজ

এবার বাংলাদেশের তুমুল জনপ্রিয় তাদের গৌরবময় ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করবে কানাডার মঞ্চে। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’।
এদিকে বহুল কাঙ্খিত এই ট্যুরকে কেন্দ্র করে কানাডার সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে— ‘এটা শুধু একটি কনসার্ট নয়; এটি চার দশকের রক ঐতিহ্যের উদযাপন। প্রস্তুত থাকুন, কারণ কানাডার মঞ্চে ইতিহাস গড়তে আসছে ওয়ারফেজ।
আরও পড়ুনউল্লেখ্য, কানাডার যেসব শহরে কনসার্ট করবে ওয়ারফেজ: লন্ডন (০৬ সেপ্টেম্বর), ভ্যাঙ্কুভার (০৭ সেপ্টেম্বর),এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) ও উইনিপেগ (০৩ অক্টোবর)।
মন্তব্য করুন