ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

ফেসবুক আইডি ভেরিফাইডের ব্যাপারে যা জানালেন শাবনূর

ফেসবুক আইডি ভেরিফাইডের ব্যাপারে যা জানালেন শাবনূর, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি। ফেসবুক পেজ নিয়ে শিরোনামে ছিলেন তিনি। প্রতারক চক্র শাবনূরের নামে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে। 

আসল-নকলের মাঝে লাইভে এসে বিষয়টি পরিষ্কার করে ভক্তদের সতর্কও করেন তিনি। শাবনূর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকীগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফাইড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’ রাতে ভাক্তদের সুখবর দেন তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত্যায়িত করে নিলাম। আশাকরি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।’

আরও পড়ুন

ফেসবুক আইডি ভেরিফাইড হলেও পেজ ভেরিফাইড করতে পারেননি শাবনূর। তবে সেটা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে ভুয়া ফেসবুক পেজ নিয়ে শাবনূর গণমাধ্যমকে বলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এটা প্রতারণার সামিল। এই চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও! যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারতো না?’

শাবনূর জানান, তার নামে যারা নকল ফেসবুক ফেসবুক পেজ খুলে তা ভেরিয়াইড করেছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত