ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে স্যান্ডেল দিয়ে পেটালেন অভিনেত্রী

সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে স্যান্ডেল দিয়ে পেটালেন অভিনেত্রী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের এক সিনেমা হলে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’র প্রিমিয়ারে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মুখর হয়ে অভিনেত্রী রুচি গুজ্জর প্রকাশ্যে তাকে স্যান্ডেল দিয়ে পেটান-এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, রুচি একদল সমর্থকসহ প্রিমিয়ারে হাজির হয়ে ছবির অন্যতম প্রযোজক ও কাহিনিকার মান সিংয়ের ওপর চড়াও হন। পায়ের স্যান্ডেল খুলে প্রকাশ্যে মারধর করেন তাকে। সেই সময় তার সঙ্গে থাকা লোকজন হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে। রুচির অভিযোগ, করণ সিং চৌহান তার কাছ থেকে ২৩-২৫ লাখ রুপি নিয়েছিলেন ‘সনি টিভি’র জন্য একটি শো বানানোর কথা বলে। কিন্তু সেই টাকা ব্যবহার করা হয়েছে ‘সো লং ভ্যালি’ ছবির প্রযোজনায়। প্রতিশ্রুত টিভি শো না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে মুম্বাইয়ের আম্বোলি থানায় এফআইআরও দায়ের করেছেন রুচি গুজ্জর।

ছবির তিন প্রযোজক-মান সিং, করণ সিং ও মহসিন খানের মধ্যে করণের বিরুদ্ধেই মূলত অভিযোগ। পুলিশ করণের নামে দায়ের করা এফআইআরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুরো ঘটনাকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উড়িয়ে দিয়েছেন প্রযোজক মান সিং। তার দাবি, রুচি ছবিটির মুক্তি ঠেকাতে চেয়েছিলেন। আদালতের অনুমতি পেয়ে ছবি মুক্তি পেতেই তিনি ক্ষোভ ঝেড়েছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

থামছেই না ডেঙ্গুর প্রকোপ ,আজও ৩ জনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে ৪ বাড়িতে চুরি

শিশু শিক্ষার্থীকে ইভটিজিং, অভিযুক্তকে পিটুনি দিয়ে সেনা ক্যাম্পে সোপর্দ

এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল

লালমনিরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত