ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

নওগাঁর মান্দায় স্কুলছাত্রী রিভার আত্মহত্যা, বাবা ও সৎমাকে অভিযুক্ত করে চিরকুট

নওগাঁর মান্দায় স্কুলছাত্রী রিভার আত্মহত্যা, বাবা ও সৎমাকে অভিযুক্ত করে চিরকুট। প্রতীকী ছবি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে এক স্কুলছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে হোমিও চিকিৎসক আব্দুস সালামের প্রসাদপুর বাজারের বাসা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর সৎ মা রোজিনা বেগম পালিয়ে যান।

স্কুলছাত্রী আফরিন আক্তার রিভা (১৪) নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা আকবর হোসেনের মেয়ে। রিভা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণিতে লেখাপড়া করছিল।

স্কুলছাত্রী রিভার ছোট ভাই আল রিয়াদ জানায়, গতকাল শুক্রবার সৎ মা রোজিনা বেগম বোন রিভাকে মারধর করে। এরপর থেকে সে আর খাওয়া দাওয়া করেনি। রাতে বাজার থেকে মুরগির গ্রিল কিনে বোনকে খাইয়েছি। এরপর সে আলাদা ঘরে ঘুমিয়ে পড়ে।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে আমি প্রাইভেট পড়ার জন্য কোচিং সেন্টারে যাই। বেলা দশটার দিকে ফিরে দেখি বোনের ঘরের দরজা বন্ধ। পরে স্থানীয় লোকদের সহায়তায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলছিল।

স্কুলছাত্রীর মা রুমালি আক্তার বলেন, সম্প্রতি আমার স্বামী রোজিনা বেগম নামের এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। দু’ সপ্তাহ আগে তাকে এনে আমার ভাড়া বাসায় তোলা হয়েছে। এ নিয়ে মনোমালিন্যের এক পর্যায়ে গত ২১ জুলাই আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

এ সময় আমার সঙ্গে মেয়ে রিভা ও ছেলে রিয়াদকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার স্বামী তাদের যেতে দেয়নি। আজ আমাকে মেয়ের লাশ দেখতে হল। এ ঘটনার জন্য আমার স্বামী ও সতীন দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, লাশের পাশ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে আত্মহননের জন্য বাবা আকবর হোসেন ও সৎ মা রোজিনা বেগমকে দায়ী করেছে ওই স্কুলছাত্রী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান চিরকুট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুক আইডি ভেরিফাইডের ব্যাপারে যা জানালেন শাবনূর