ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

স্বর্ণালংকার সহ ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে ভাবানিপুর ইউনিয়নের আমীনপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  ডাকাতদল বাড়ির সবাইকে অচেতন করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা সহ প্রায় ২০ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে । 

জানা যায়, আমীনপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানজিল সরকারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। তানজিল সরকার  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ থানা শাখার সভাপতি । এই ঘটনায় তার বাবা ইউসুফ আলী (৪৫) ও মা শাপলা বেগম (৩৮) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসি সূত্রে আরও জানা যায়, রাতের আঁধারে জানালার গ্রীল কেটে ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সবাইকে অচেতন করে ফেলে। পরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ জমির দলিল ও ব্যাংকের চেক সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী তানজিল সরকার বলেন, রাতে ঘুমানোর পর কিভাবে অচেতন হলাম কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি ঘরের সবকিছু এলোমেলো, সব কিছু নিয়ে গেছে।

ইউসুফ আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙ্গলে প্রতিবেশীরা ডাকাডাকি করলে আমরা জেগে উঠি ও শরীরে অস্বস্তি অনুভব করি। এ সময় ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি, সংঘবদ্ধ ডাকাতদল আলমারিতে রাখা আমার স্ত্রীর ৪ ভরি, মেয়ের ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকা এবং ৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন

উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাছিম জানান, কয়েকদিন পূর্বে জামায়াতের সহকারী সেক্রেটারীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছিল। আজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির বাসায় ডাকাতি হয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

এই ডাকাতির ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

থামছেই না ডেঙ্গুর প্রকোপ ,আজও ৩ জনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে ৪ বাড়িতে চুরি

শিশু শিক্ষার্থীকে ইভটিজিং, অভিযুক্তকে পিটুনি দিয়ে সেনা ক্যাম্পে সোপর্দ

এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল

লালমনিরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত