পাবনার সুজানগরে গাজনার বিল হতে ১শ’টি চায়না দুয়ারি জাল জব্দ

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের গাজনার বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১শ’টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, গাজনার বিলে বর্ষার নতুন পানি আসার পর পর কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা নদীর বিলের খয়রান, জোড়পুকুরিয়া এবং বদনপুরসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধন করছিল।
ওইদিন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বিলের ওই সকল পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১শ’টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর কাজমীর জামান খান ও সুজানগর থানা পুলিশ। পরে জব্দকৃত জাল বিলপাড়ে পুড়িয়ে ফেলা হয়।
মন্তব্য করুন