বগুড়ার নন্দীগ্রামে আইসক্রিম উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক আইসক্রিম উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রর্দশন না করা, মোড়কে বিক্রয় মুল্য ও উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগে এই জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নন্দীগ্রাম পৌর শহরের নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেলোয়ার হোসেনের আইসক্রিম উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রর্দশন না করা, মোড়কে বিক্রয় মুল্য ও উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনউক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, সেনেটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। আজ শুক্রবার (২৫ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মন্তব্য করুন