ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার একটি মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবারের ওই হামলায় তিনজন নিহত হন। ট্রাম্প জানান, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়। 

তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী মাদক পাচারকারীদের বিরুদ্ধে দ্বিতীয়বার হামলা চালিয়েছে।’তিনি বলেন, ‘অত্যন্ত সহিংস মাদক পাচারকারী চক্রগুলো মার্কিন জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং গুরুত্বপূর্ণ মার্কিন স্বার্থের জন্য হুমকিস্বরূপ।’এরপর ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, নৌযানগুলো মাদক চোরাকারবারীদের এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে।

তিনি দাবি করেন, হামলার পর কোকেন ও ফেন্টানিলের বড় বড় ব্যাগ পুরো সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

এরআগে চলতি মাসের শুরুর দিকে একই ধরণের হামলায় ১১ জন নিহত হন।

আরও পড়ুন

ট্রাম্প আরো বলেন, সাম্প্রতিক প্রচেষ্টার ফলে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে মাদক পাচার কমেছে, তবে স্বীকার করেছেন যে স্থলপথে এখনো দেশে মাদক প্রবেশ করছে। স্থলপথে মাদক পাচারও বন্ধ করা হবে বলে জানান তিনি। এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করবে কারাকাস।

মাদকবিরোধী অভিযান চালাতে দক্ষিণ ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। খবর বিবিসির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল 

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা 

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা 

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩