ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশু সহ নিহত ৩ 

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশু সহ নিহত ৩, ছবি: দৈনিক করতোয়া ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ও তার  শিশু ছেলে  সহ  তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত অটো রিক্সার চালককে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়া  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়েছেন । 

নিহতরা হলেন,বগুড়া জেলার আদমদিঘী উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দুইল গ্রামের  রতন খন্দকারের  স্ত্রী  বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আইনুন নাহার (৩৭), তার ৬ বছর বয়সের শিশু ছেলে আরশ এবং কাহালু উপজেলার বীরকেদার জঙ্গলপাড়া গ্রামের মৃত রমজানের ছেলে আবু বক্কর (৭০) ওরফে বক্কর পাগলা।

 গত সোমবার(১৫সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় বগুড়া-সান্তাহার আঞ্চলিক  সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাস স্ট্যান্ডের সামান্য পশ্চিমে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে। জানা গেছে শিক্ষক আইনুন নাহার চিকিৎসার জন্য তার স্বামী ও শিশু ছেলেকে সাথে নিয়ে  বগুড়া শহরে ডাক্তার দেখাতে  যায়। এরপর ডাক্তার দেখিয়ে সিএনজি চালিত একটি অটো রিক্সায় চড়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে থেকে নিজ বাড়ী আদমদিঘীতে ফেরার সময় রাত আনুমানিক ১১ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছা মাত্রই বগুড়া গামী একটি অজ্ঞাত নামা ট্রাক অটো রিক্সাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় ঘটনার স্থলেই শিক্ষক আইনুন নাহার ও তার ছেলে  মারা যায়। 

সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সিভিল ডিফেন্স  সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করা সহ গুরুতর  আহত অটোরিক্সা চালককে চিকিৎসার জন্য বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। তবে অটো রিক্সা চালকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শিক্ষক আইনুন নাহারের স্বামী রতন সামান্য আহত হন। এছাড়া দুর্ঘটনা কবলিত অটোরিক্সাটি অজ্ঞাতনামা ট্রাকের চাপায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে। 

অপরদিকে,  একই সড়কে আজ মঙ্গলবার (১৬ইসেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ৭ টার দিকে (বগুড়া-সান্তাহার) কাহালু  উপজেলার  দরগাহাট নামক বাসস্ট্যান্ডের সামান্য পূর্বে কালিয়ার পুকুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক(৭০)ওরফে সিদ্দিক পাগলা এক অপ্রকৃতিস্ত ব্যক্তি মারা গেছেন। স্থানীয় লোকজন তাকে উল্লেখিত স্থানে মৃত অবস্থায় পড়ে থাকা দেখে কাহালু থানার পুলিশকে সংবাদ দেয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে বাস অথবা ট্রাকের ধাক্কায় সে নিহত  হয়েছে। 

কাহালু  থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা 

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা 

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

বিসিএসের লিখিত পরীক্ষার কারণে জামায়াতের কর্মসূচিতে পরিবর্তন