ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

এর আগে গত রবিবার (২০ জুলাই) তাকে গ্রেফতারের পর সোমবার (২১ জুলাই) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মহসিন মিয়া। গ্রেফতার মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েশ আলীর ছেলে। 

পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ২৩ জুন হতে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যান অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেফতার করে।

আরও পড়ুন

দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল রবিবার মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন সোমবার নরসিংদীর আদালতে নেওয়া হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়াসহ আরও দুই জন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মামলায় ১৭ জন ট্রাইব্যুনালে হাজির 

ফিরে দেখা: ২৮ জুলাই ২০২৪

মাইলস্টোন স্কুলের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

ঢাকায় ৩ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে সোমবারও