নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মানসিক ভারসম্যহীন দুই ভাই এক সাথে পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার বেলা ১টায় ঘোষগ্রাম খানপাড়ার একটি ডোবা থেকে স্থানীয়রা দুই ভাইয়ের ভাসমান মৃত দেহ উদ্ধার করে। কখন তারা পানিতে ডুবে মারা গেল তার স্বজনরা কিছুই বলতে পারে না।
জানা যায়, উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রামের মৃত হাজের আলীর দুই ছেলে মফিজ(৬০) ও হবিজ(৫০) তারা দুই জনই মানসিক ভারসম্যহীন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমাতে যায়। রাতের কোন এক সময় সবার অজান্তে দুই ভাই এক সাথে বাড়ির বাহিরে চলে যায়। এমনটাই বলেন তাদের ছোট ভাই বেলাল হোসেন, পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে।
সম্ভব্য সকল স্থানে খুঁজে না পেয়ে দুপুরের দিকে খবর পায় ঘোষগ্রাম খানপাড়ার একটি ডোবাতে দুই ভাইয়ের মৃত দেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের খবর দেয়। মৃত মফিজ ও হবিজের চাচাতো ভাই ইউনূছ আলী বলেন, আমার এই দুই ভাই অনেক আগে থেকেই মানসিক ভারসম্যহীন। তারা রাত দিন পথে ঘাটে একে অপরের হাত ধরেই বিভিন্ন গ্রামে গ্রামে চলে যায়।
আরও পড়ুনগত বৃহস্পতিবার রাতে কোন এক সময় দুই ভাই এক সাথে বাড়ির বাহিরে যায়। ৪ ভাই বোনের মধ্যে ওরা দুই জন মানসিক ভারসম্যহীন তারা কখন বাড়িতে আসে কখন বাহিরে যায় সবসময় নজর দেওয়া সম্ভব হয় না। পেটে ক্ষুধা লাগলে মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায় তারা। দুই ভাই এক সাথে ছাড়া কোথাও যায় না। ছোট ভাই ভ্যান চালিয়ে সংসার চালায়। গতকাল শুক্রবার দুপুরের দিকে খানপাড়া একটি ডোবাতে মফিজ ও হবিজের লাশ পাওয়া যায়।
রাণীনগর থানার এস.আই জুলফিকার আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মৃত দুই ভাই মানসিক ভারসম্যহীন। ধারণা করা হচ্ছে ডোবাতে পরে তারা মারা গেছে। পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন