মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংকের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস শিক্ষার্থী ও শিক্ষকরা পাবেন ডিজিটাল পেমেন্ট সুবিধা ও এক্সক্লুসিভ স্টুডেন্ট ডেবিট কার্ড

ঢাকা, বাংলাদেশ, ১৮ সেপ্টেম্বর ২০২৫: মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথভাবে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস উদ্বোধন করেছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং স্মার্ট আর্থিক সেবার প্রসার ত্বরান্বিত হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট গ্রহণের জন্য পয়েন্ট-অব-সেল (চঙঝ) মেশিন ও বাংলা কিউআর যুক্ত করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান থেকে শুরু করে প্রশাসনিক অফিস- সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে। এছাড়া, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড চালু করা হয়েছে, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ডাইরেক্টর রথীন কুমার পাল; পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডাইরেক্টর মো. শরাফত উল্লাহ খান ও রাফেজা আখতার কান্তা। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ডের সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাসে রূপান্তরিত করতে মাস্টারকার্ডের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই মাইলফলক আমাদের চলমান ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতির প্রতিফলন, যা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ও নির্বিঘ্ন পেমেন্ট সুবিধা দেবে। এক্সক্লুসিভ স্টুডেন্ট ডেবিট কার্ড চালু হওয়ায় এই ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।”
আরও পড়ুনমাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অগ্রণী উদ্যোগ চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। আধুনিক ডিজিটাল পেমেন্ট সমাধান ও বিশেষ স্টুডেন্ট ডেবিট কার্ডের মাধ্যমে আমরা শুধু একটি ‘ক্যাশলেস বাংলাদেশ’-এর স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা করছি না, বরং প্রমাণ করছি কীভাবে উদ্ভাবন তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতির যাত্রাকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ক্যাশলেস ক্যাম্পাস উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষভাবে উপকারী হবে এবং শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে।
মন্তব্য করুন