ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুরের বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে সাজিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাজিদুল ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার লাশ দিনাজপুর মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাজিদুল ইসলাম তার ঘরের তোষকের নিচে ছয় হাজার টাকা রেখেছিল। গতকাল বৃহস্পতিবার টাকা খুঁজতে গিয়ে চার হাজার টাকা চুরি হয়েছে দেখতে পায়। বিষয়টি তার মা সাজেদা বেগমকে জানালে তিনি বলেন, ওই ঘরে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান কবির(২৫) ও বেলাল হোসেনের ছেলে নুরুন্নবী (২৮) প্রবেশ করেছিল।

পরে বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের দেখে সাজিদুল টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে তাকে। পরে স্থানীয়রা সাজিদুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর রেফার্ড করেন। সন্ধ্যায় দিনাজপুর নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটলে তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজিদুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন