ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

লাশ হয়ে লক্ষ্মীপুরে ফিরল মাইলস্টোনের সায়ান

লাশ হয়ে লক্ষ্মীপুরে ফিরল মাইলস্টোনের সায়ান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফ (১৪) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। 

গতকাল সোমবার (২১ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সায়ানের মরদেহ আনা হয় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের গ্রামের বাড়িতে। বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সায়ানের মৃত্যুতে তার গ্রামের বাড়ি বশিকপুরে শোকের ছায়া নেমে এসেছে। দাদি কামরুন নাহার, মা শামীমা শাম্মী এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। শেষবারের মতো সায়ানকে দেখতে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন তাদের বাড়িতে।

নিহত সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পালবাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

জানা যায়, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে দগ্ধ হয় সায়ানসহ আরও কয়েকজন শিক্ষার্থী। দগ্ধ অবস্থায় সায়ানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন