পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৭ উইকেটে হারায় লিটন দাসরা। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর জয় বাংলাদেশের। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।
এই জয় বাংলাদেশের সামনে এনে দিয়েছে ইতিহাস গড়ার সুযোগ। পাকিস্তানের বিপক্ষে এটিই হতে পারে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। সিরিজের বাকি দুটি ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই নিশ্চিত হবে কাঙ্ক্ষিত ট্রফি। আজ মঙ্গলবার (২২ জুলাই) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ। তবে হারলেও সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে থাকবে শিরোপা জয়ের সুযোগ। স্বভাবতই টাইগাররা চাইবে সিরিজ জয়ের কাজটি আগেই সেরে ফেলতে।
পাকিস্তানকে হারিয়ে এই জয়ের সঙ্গে টাইগারদের সামনে তৈরি হয়েছে আরেকটি কীর্তির সম্ভাবনা, টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টানা সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও এসেছে সিরিজ জয়। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করার পর, ২৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা।
আরও পড়ুনদ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একইসঙ্গে পাকিস্তানও হয়তো একাদশে পরিবর্তন আনবে না।
মন্তব্য করুন