ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় ম্যানসিটির

হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় ম্যানসিটির

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয়রথে ফিরল ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করে নায়ক আর্লিং হালান্ড, আরেকটি গোল করেছেন ফিল ফোডেন।

আবেগঘন পরিবেশে শুরু হয় ম্যাচটি। ক্লাবের আজীবন সমর্থক ও সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটনের অকাল মৃত্যুতে (বয়স ৪৬) এক মিনিট নীরবতা পালনের পর মাঠে নামে দুই দল।

ম্যাচের ১৮ মিনিটে জেরেমি ডোকুর দুর্দান্ত মুভ থেকে ওঠে আসে প্রথম গোল। তার ক্রসে হেড করে ফিল ফোডেন সিটিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফের ঝলক দেখান ডোকু। তার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।

আরও পড়ুন

 

কিছুক্ষণ পর সহজ সুযোগ নষ্ট করেন নরওয়েজিয়ান তারকা, খালি পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন তিনি। তবে ৬৮ মিনিটে অর্ধেক মাঠ পেরিয়ে একক দৌড়ে দুর্দান্ত গোল করে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন হালান্ড।

সিটির হয়ে প্রথমবার মাঠে নেমেই নজর কাড়েন ইতালির অধিনায়ক জিয়ানলুইজি দোন্নারুম্মা। দুর্দান্ত সেভে অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি। অন্যদিকে, সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডে ব্যর্থ থেকেছে ম্যানইউ। মৌসুমে মাত্র একটি জয় নিয়ে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে। সিটির এ জয়ে তাদের অবস্থান উন্নীত হয়েছে অষ্টম স্থানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে মাদকসেবীর পাঁচ মাসের কারাদন্ড

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁয়ে সাতদিনেও সন্ধান মিলেনি তিন কিশোরীর

কক্সবাজারে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে আসতো ভয়ংকর মাদক এমডিএমএ