ভ্যালেন্সিয়ার জালে আধ ডজন গোলে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে নেমেই দুর্দান্ত ফুটবল উপহার দিলো বার্সেলোনা। গোলবন্যায় ভাসিয়ে দিলো ভ্যালেন্সিয়াকে। ফের্মিন লোপেজ, রাফিনহা এবং রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ৬-০ ব্যবধানের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সেলোনার দাপটের চিত্র ছিল স্পষ্ট। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। ভালেন্সিয়া গোলে শট নিতে পারে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে।
চোটের কারণে এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। তাকে ছাড়া খেলতে নেমে ২৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন ফেরান তরেস, বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেজ। এরপর প্রথমার্ধে জালের দেখা আর পায়নি বার্সেলোনা।
ঝড় বয়ে যায় দ্বিতীয়ার্ধে। ৫৩ থেকে ৫৬, এই চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় তারা। প্রথমে রাফিনহা ব্যবধান বাড়ানোর পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন লোপেজ। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনহা।
এরপরই রাশফোর্ড ও তরেসকে তুলে দানি ওলমো ও লেভানডোভস্কিকে নামান বার্সেলোনা কোচ। দুই বদলির নৈপুণ্যেই ১০ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা। দলের পঞ্চম গোলটি করেন ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নামা লেভা। এরপর ৮৬ মিনিটে করেন আরেকটি গোল।
চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে বার্সেলোনার প্রস্তুতিটা দারুণ হলো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে ফ্লিকের দল। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সাৃ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন