ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর ভাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর ভাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নেয়ার প্রতিবাদে গত সপ্তাহজুড়ে মহাসড়ক ছিল উত্তাল। আন্দোলনের চরম মুহূর্তে ভাঙ্গা উপজেলার ঐক্য কমিটি ও আন্দোলন কর্মসূচির প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়াকে প্রধান আসামি ও হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়াসহ ৯০ জনকে আসামি করে বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ভাঙ্গা থানা পুলিশের এসআই মো. হাবিবুর রহমান। মামলা দায়ের করার বিষয় দৈনিক আমার দেশকে রোববার রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ আরও জানায়, হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া, সেনাবাহিনীর সাবেক মেজর জাহাঙ্গীর ব্যাপারী, তৌহিদুর রহমান বুলবুল, শেখ আরাফাত, ইমরান মুন্সীসহ এই মামলায় মোট আসামি ৯০ জন।

উল্লেখ্য, দুটি ইউনিয়ন পরিষদ নিয়ে চলমান আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ততার পাশাপাশি আওয়ামী লীগ এবং বিএনপির মাঠের রাজনীতি সাথে জড়িত থেকে যারা রাজপথে জ্বালাও পোড়াও করেছেন তাদের অনেককে আসামি করার পাশাপাশি নিরীহ সাধারণ জনগণকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আন্দোলন কর্মসূচি সংশ্লিষ্টরা অভিযোগ করেন। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আসামিরা বেশির ভাগই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ও পলাতক নেতাকর্মী।

আরও পড়ুন

গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে নিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসন নগরকান্দা ও সালথার সাথে সংযুক্ত করার পর থেকে দুটি ইউনিয়নের জনগণ এবং সর্বদলীয় ঐক্য কমিটির ভিত্তিতে বিএনপি, জামায়াত, ইসলামি ইসলামী, শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ রাজনৈতিক সংগঠনগুলো একাত্মতা প্রকাশের মধ্য দিয়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। মামলার আসামিদের মধ্যে শনিবার মধ্যে রাতে ইউপি চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়াকে আটক করার পর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।

দুটি ইউনিয়নকে ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করার দাবিতে তিন দিনের অবরোধ কর্মসূচির আওতায় হামিরদী বাসস্ট্যান্ডে আজ সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত নারী ও পুরুষরা রাস্তায় দাঁড়িয়ে মামলার প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। এ সময় গোটা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছেন ‘রাকসু’ প্রার্থীরা

বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড 

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস

ছাড়পত্র নিয়ে বাসায় যাচ্ছেন মাইলস্টোন দূর্ঘটনায় ৪৫% বেশি বার্ন হওয়া রোহান

ফরিদপুরে অব্যাহত বিক্ষোভ, হয়েছে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন