নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ী প্রতিনিধিকে প্রাকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে উপজেলার শাহাগোলা এলাকায়।
জানা যায়, বগুড়ার সান্তাহার এলাকার পৌঁতাটিকরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমন (২৫) গতকাল রোববার বিকেলে উপজেলার শাহাগোলা এলাকায় ব্রিটিশ এন্ড টোবাকো কোম্পানির মালামাল বিক্রি করে নিজ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেল যোগে ৩ জন আরোহী ছিনতাইকারী তার পথ আটকিয়ে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ইমনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুনআত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন