ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে আসতো ভয়ংকর মাদক এমডিএমএ

বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে আসতো ভয়ংকর মাদক এমডিএমএ

রাজধানীর বিভিন্ন ডিজে পার্টিতে ব্যবহৃত হতো 'খ' শ্রেনির মাদক এমডিএমএ। বিভিন্ন অভিজাত ধনী শ্রেনীর যুবক-যুবতিদের কাছেও সরবরাহ করা হতো এই ভয়ংকর মাদক। যা বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসতো বলে জানিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এই মাদক সরবরাহকারী চক্রের মূলহোতা ও ডিজে পার্টির আয়োজকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. হাসান মারুফ।

গ্রেফতারকৃতরা হলো- মো. জুবায়ের (২৮), জি এম প্রথিত সামস (২৫), আসিফ মাহবুব চৌধুরী (২৭), সৈয়দ শাইয়ান আহমেদ (২৪) ও অপূর্ব রায় (২৫)।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানীকৃত ‘‘খ’’ শ্রেনীর মাদকদ্রব্য লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট ৩১৭ পিস, কুশ ১ কেজি ৬৭৬ গ্রাম, গাঁজা ২৫০ গ্রাম ও ৫টি কাচের বোতলে কিটামিন ৫০(পঞ্চাশ) মি:লি জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ এবং নগদ ৭ লাখ ১১ হাজার জব্দ করা হয়েছে।

মো. হাসান মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামী মো. জুবায়েরসহ স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া প্রযুক্তি-দক্ষ, শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির আরো বেশ কয়েকজনের একটি চক্র গাঁজা/কুশ/এমডিএমএ/কিটামিনসহ অন্যান্য আধুনিক মাদক পার্সেল যোগে উন্নত দেশ থেকে আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরে পার্টি ড্রাগ হিসেবে বিভিন্ন ডিজে পার্টিতে এবং অভিজাত সোসাইটিতে সরবরাহ করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও মাঠপর্যায়ে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে জানা যায় যে, অতিসম্প্রতি মাদকের একটি চালান ডাকযোগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসবে। এই তথ্যের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ ও উপপরিচালক মো. মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানসহ ১০ সদস্যের একটি রেইডিং পার্টি পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত এয়ার পার্সেল তল্লাসী করে একটি কাগজের কার্টুনের ভিতর বিভিন্ন বিদেশী ব্রান্ডের চকলেটের নীচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট উদ্ধার করে। তারপর জব্দকৃত কাগজপত্র পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় পার্সেলটির প্রাপক, মাদক চক্রের অন্যতম হোতা মো. জুবায়ের এর অবস্থান সনাক্ত করে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মো. জুবায়ের জানায় যে, এই পার্সেলটি যুক্তরাজ্য থেকে তার পূর্বপরিচিত অরণ্য ডাকযোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায়ের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ব্যবহার করে পাঠিয়েছে, যা তাকে রিসিভ করে তার আরেক বন্ধু জি এম প্রথিত সামস্ এর নিকট পৌছে দেওয়ার জন্য অনুরোধ করে। এর বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দিবে বলে জানায়। কাজটি করার জন্য অরণ্যর কথায় প্রথিত তাকে বিকাশের মাধ্যমে তিন বারে ১৫-১৬ হাজার টাকা অগ্রিম প্রদান করে।

ডিজি আরো জানান, আসামী মো. জুবায়েরের বর্ণনামতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই আধুনিক মাদক চোরাকারবারী চক্রের অন্যতম হোতা জি এম প্রথিত সামসে অবস্থান সনাক্ত করে তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ‘খ’ শ্রেনির মাদকদ্রব্য এমডিএমএ ট্যাবলেট, গাঁজা ও কিটামিন নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জুবায়ের এবং জি এম প্রথিত সামসকে গ্রেফতার করে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে আসিফ মাহবুব চৌধুরীর বাসা ঘেরাও করে তাকে হাতেনাতে এমডিএমএ, গাঁজা, কুশ ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। আসামী জুবায়েরের দেয়া তথ্য মতে অপূর্ব রায়কে গাঁজাসহ গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদি জব্দ করা হয়। অপূর্ব এর দেয়া তথ্য মতে সৈয়দ শাইয়ান আহমেদকে গাঁজা ও এমডিএমএ চালানের সাথে সংশ্লিষ্ট সাক্ষ্য প্রমানাদি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আসামীদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায়, তারা হোয়াটস অ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাকৃতিক সৌন্দর্যের সাদা বক বিলুপ্তির পথে

সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব

এজন‍্যই নেপালের কপালে ‘নোবেল’ নেই : শাওন

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ভারী বৃষ্টিতে সারিয়াকান্দিতে রাস্তায় ধ্বস, যান চলাচল বন্ধ

লক্ষ্মীপুর বিএনপি নেতা বহিষ্কার