আইসিসিতে যুক্ত হলো আরও নতুন দুই দেশ

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী কমিটির সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আইসিসি’র সহযোগী সদস্য হিসেবে আরও দুইটি দেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ দুইটি হলো পূর্ব তিমুর ও জাম্বিয়া। নতুন এই দুটি দেশ যুক্ত হওয়ায় আইসিসি’র সদস্য সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ১১০-এ।
আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নতুন দুটি সহযোগী সদস্য দেশ হচ্ছে পূর্ব তিমুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন।’ সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত দেশগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেওয়া হয়। ফলে এদের অংশগ্রহণে অনুষ্ঠিত যেকোনো টি-টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি পাবে।
সভায় আরও জানানো হয়, ফ্রান্স ক্রিকেটের মি. গুরুমূর্তি পালানি, ক্রিকেট হংকং এবং চীনের মি. অনুরাগ ভাটনগর এবং ক্রিকেট কানাডার মি. গুরদীপ ক্লেয়ারকে আইসিসি’র প্রধান নির্বাহী কমিটিতে (সিইসি) সহযোগী সদস্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন