'আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত'

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে যখন নেমে এসেছে শোকের ছায়া, তখন নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (২১ জুলাই) দুপুরের ভয়াবহ দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু মর্মান্তিক ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় দগ্ধ শিশু, আতঙ্কিত অভিভাবক, পোড়া ইউনিফর্মে ছোটাছুটি করা শিক্ষার্থীরা।
এসব দৃশ্য দেখে সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও বিচলিত।
তামিম ফেসবুকে লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত.’
তবে কেবল শোকপ্রকাশেই থেমে থাকেননি দেশের অন্যতম সফল এই ওপেনার। তিনি সংবাদকর্মীদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন, যেন দগ্ধ শিশুদের ছবি বা ভিডিও প্রচারে সংবেদনশীলতা দেখানো হয়।
আরও পড়ুনতিনি লিখেছেন্, ‘আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ—আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন, দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা। ’
তামিমের এই বার্তাটি ইতোমধ্যে হাজারো মানুষ শেয়ার ও মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন। অনেকেই বলছেন, এমন সময় সংবেদনশীলতা ও সম্মিলিত সহমর্মিতারই প্রয়োজন।
দুর্ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০ জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। এদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। এদিকে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন