ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন:

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোট

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোট, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 রোববার (২০ জুলাই) সকাল ১০টার পর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বৈঠক শুরু হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

তফসিল সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থরা, প্রভোস্ট কমিটি ও ডিনস কমিটির সদস্যরা এবং সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, নির্বাচন হবে কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ছয়টি কেন্দ্রে যাতে সব পক্ষের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। ভোটগ্রহণ ভেন্যু নির্ধারণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন

ভোটার অন্তর্ভুক্তি প্রসঙ্গে সভায় আরও জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফল ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, তারা এবারের ডাকসু বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার বা প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না।

তবে, এই সংক্রান্ত যে কোনো বিধান সংশোধনের ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে ডাকসুর পুনরুজ্জীবনকে ঘিরে একধরনের ঐকমত্য গড়ে উঠছে, যা দীর্ঘদিন পর একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ছাত্র নির্বাচন আয়োজনের সম্ভাবনা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১