ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। প্রতীকী ছবি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে গোপালগঞ্জে দফায় দফায় হামলা, সংঘর্ষ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এনসিপি নেতাদের অভিযোগ -নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা বুধবার এ তান্ডব চালায়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গোপালগঞ্জ শহরের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)। এদিকে এ ঘটনার পর জেলায় কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, গোপালগঞ্জে কারফিউ জারি থাকবে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’- কর্মসূচি ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে আগুন, ভাঙচুর, বোমা বিস্ফোরণ এবং পরে পদযাত্রায় নেতাকর্মিদের ওপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। এলাকার দোকান পাট বন্ধ ও লোক চলাচল কমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জাারি করা হয়।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আজ (বুধবার) গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে, যা গভীর উদ্বেগজনক এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কর্মি, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা নৃশংস হামলার শিকার হয়েছেন; তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় অনেককে মারধর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও  আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলার দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন বর্বর সহিংসতার কোনো জায়গা থাকতে পারে না।

আরও পড়ুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টির ওপর (এনসিপি) ন্যক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কর্মসূচিতে হামলাকারী দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। গত বুধবার গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুস্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির জন্য এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। এসব দুস্কৃতকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মিদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি অতি দ্রুত সরকারকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে। এ ছাড়াও সকল গণতন্ত্রমনা রাজনৈতিক দল ও শক্তি একই মনোভাব ব্যক্ত করে আওয়ামী দোসরদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পতিত ফ্যাসিবাদি শক্তি, জিঘাংসা চরিতার্থের জন্য তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, দেশ ও দেশের মানুষকে ভয়াবহ বিপদের মুখে ফেলতেও দ্বিধা করছে না। তারা মনে করছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পারলে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা যাবে।

এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকার যদি সজাগ ও সদা তৎপর থাকে, তাহলে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হতে পারবে না বলে মনে করি আমরা। কারণ কোনো দেশে অন্য একটি দেশের অপরাধীরা অবস্থান করে তাদের এ দেশীয় অনুচরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে থাকে, তাহলে সেটাকে হালকাভাবে দেখার উপায় নেই। জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রাণদানের লক্ষ্য চেতনা অমর হোক। শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডল অর্ডারে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না : নাঈম

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪১

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

দিনাজপুরের কাহারোলে ভাঙা কালভার্টের পাশ দিয়ে ঝুঁকি পূর্ণ চলাচল

ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার