ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চীনের সমর্থনের সন্তোষ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চীনের সমর্থনের সন্তোষ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়।

তিনি আগ্রাসনের পরবর্তীকালের পরিস্থিতি ও যুদ্ধবিরতির আপডেট তুলে ধরে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে।

আরাঘচি চীনকে জানান, ইরান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান ভিত্তিক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সবসময় বল প্রয়োগ বা বলের হুমকির বিরোধিতা করে এবং রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর পক্ষে।

তিনি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, মর্যাদা ও বৈধ অধিকার রক্ষায় যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে চীন তার পূর্ণ সমর্থন জানায়।

ওয়াং ই ইরানের পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে চীন শ্রদ্ধা করে।

চীন এই সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১