রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রাতের বেলায় ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনার মামলায় আলমগীর কবীরকে (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ জুলাই) তাকে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। গতকাল রোববার দিনগত গভীররাতে তাকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলা সূত্র জানা যায়, আলমগীর কবীর উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পূর্ব রাজির গ্রামের সহিদার রহমানের ছেলে। স্থানীয় এক ট্রাক্টর চালকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল সে। গতকাল রোববার রাতে ট্রাক্টর চালক বাড়িতে না থাকার সুযোগে বসতঘরে ঢুকে ট্রাক্টর চালকের স্ত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা আলমগীরকে আটক করে।
আরও পড়ুনপরে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে আলমগীরকে আটক করে থানায় নিয়ে আসে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় আজ সোমবার (১৪ জুলাই) সকালে ওই নারীর স্বামী বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারার আলমগীর কবীরকে আসামি করে মামলা করেছে। দুপুরে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন