লর্ডসে রোমাঞ্চের অপেক্ষা
ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে দেখাচ্ছিল, এই টেস্ট ড্রয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ। এরপর যত সময় গিয়েছে তত পাল্টেছে দৃশ্যপট। ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর ভারতের জয়ের পাল্লা অনেকটাই ভারী হয়েছিল। তবে চতুর্থ দিনের খেলা শেষ হতে হতে ছবিটা আবার বদলাল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট জিততে ১৯৩ রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারতও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শুভমন গিল। রান পাননি যশস্বী জয়সওয়াল ও করুণ নায়ারও। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন লোকেশ রাহুল। আজ (সোমবার) পঞ্চম দিন হবে ফয়সালা। যা পরিস্থিতি, তাতে দু’দলের যে কেউই জিততে পারে ম্যাচ। লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য ভারতের দরকার আরও ১৩৫ রান। অন্যদিকে ইংল্যান্ডের চাই ৬ উইকেট।
চতুর্থ দিনের শুরুতে বিনা উইকেটে ২ রান নিয়ে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি এগোচ্ছিলেন দেখেশুনেই। দলীয় ২২ রানে ডাকেটকে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ। সিরাজের দ্বিতীয় শিকার হওয়ার আগে মাত্র ৪ রান করেন ওলি পোপ। দলীয় ৫০ রানে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরান নীতিশ রেড্ডি।
আরও পড়ুনমধ্যাহ্নভোজের বিরতির আগে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। লাঞ্চের পরেও তাদের দুর্দশা কাটেনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন জো রুট (৪০)। অধিনায়ক বেন স্টোকস করেন ৩৩ রান। ভারতের হয়ে জ্বলে উঠেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেন ২২ রানে ৪ উইকেট। এ ছাড়া বুমরাহ ও সিরাজ ২টি করে উইকেট নেন। ইংল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিয়ে জয়ের পথে একধাপ এগিয়ে যায় ভারত। যদিও ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেরাও দেদারসে উইকেট বিলিয়ে এসেছে। জোফ্রা আর্চারের অফ স্টাম্পের বাইরে বলে বাউন্সারে পুল মারতে গিয়ে শূন্য রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। শুরুতে খানিক নড়বড়ে দেখাল রাহুলকেও। ৫ রানের মাথায় নিজের বলে রাহুলের সহজ ক্যাচ ছাড়লেন ওকস।এরপর ব্যক্তিগত ১৪ রানের মাথায় ব্রাইডন কার্সের বল ছাড়তে গিয়ে প্যাডে লাগিয়ে আউট হন করুণ। বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় অধিনায়ক শুভমান গিলও। ফলে রাহুলকে সঙ্গে দিতে মাঠে নামেন নৈশপ্রহরী আকাশ দীপ। জিততে হলে ভারতের চাই আরও ১৩৫ রান। হাতে রয়েছে ৬টি উইকেট। রাহুল ব্যাট করছেন ৩৩ রানে।
মন্তব্য করুন