ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার

উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও সফল হতে পারলেন না কার্লোস আলকারাস। সঙ্গে সঙ্গেই সেন্টার কোর্টে নীরবতার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ল অল ইংল্যান্ড ক্লাব আর উইম্বলডন পেল নতুন রাজা। চার সেটের টানটান লড়াইয়ে আলকারাসকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা ঘরে তুললেন ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচের শুরুটা দারুণ করেছিলেন আলকারাস। তখন মনে হচ্ছিল, হয়তো এবারও ট্রফি উঠবে ২২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের হাতেই। ফেদেরার, সাম্প্রাস, বিয়ন বোর্গের মতো কিংবদন্তিদের কাতারে ঠাঁই করে নেবেন তিনটি টানা উইম্বলডন জয়ের নজির গড়ে। কিন্তু প্রতিপক্ষ ছিলেন সময়ের অন্যতম ঝড়ো ফর্মে থাকা ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার। যে তরুণ ইতালিয়ান ফরাসি ওপেনের ফাইনালে হেরে গিয়ে এসেছিলেন প্রতিশোধের তাড়নায়, তিনি এবার আর কোনো সুযোগ ছাড়েননি। গত ফ্রেঞ্চ ওপেনেই রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই প্রতিদ্বন্দ্বী। জয়ী ছিলেন আলকারাস। তবে উইম্বলডনের ফাইনালে মাত্র ৩ ঘণ্টা ৪ মিনিটে দৃশ্যপট বদলে দিলেন সিনার।

প্রথম সেট হেরে গেলেও পরের তিন সেটে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে দারুণ প্রত্যাবর্তন করেন সিনার। আলকারাসকে একাধিকবার অপ্রস্তুত করে দিয়ে জয় ছিনিয়ে নেন। এই হারে টানা তিন উইম্বলডন শিরোপার স্বপ্ন ভেঙে যায় স্প্যানিশ তারকার, তবে তার সামনে এখনো উজ্জ্বল ভবিষ্যৎ। সিনারের এই জয় কিংবা আলকারাসের হার ছাড়িয়ে যা টেনিস বিশ্বের নজর কেড়েছে, তা হলো এই দুই তারকার জন্ম দেওয়া একটি সম্ভাব্য চিরকালীন দ্বৈরথ। ঠিক যেমন ফুটবলে এক সময় মেসি-রোনালদো দ্বৈরথ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, বা অ্যাথলেটিকসে কার্ল লুইস-বেন জনসন কিংবা বোল্ট-গ্যাটলিনের দ্বৈরথ উত্তেজনা ছড়াত, তেমনি টেনিসে ফেদেরার-নাদাল কিংবা নাদাল-জোকোভিচ যুগের পর সিনার-আলকারাস দ্বৈরথ এখন সময়ের দাবি।

আরও পড়ুন

উন্মুক্ত যুগের ইতিহাসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর এই প্রথমবার একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে দেখা গেছে সিনার ও আলকারাস জুটিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন , মৃত সন্তান প্রসব

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

মব-চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

পুতিনকে নিয়ে অসন্তোষ ট্রাম্প, ইউক্রেনে যাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র