ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ছয় ম্যাচ পর জয় যা বললেন লিটন

ছয় ম্যাচ পর জয় যা বললেন লিটন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টানা ছয় টি-টোয়েন্টিতে জয় ছিল না বাংলাদেশের। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেও প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল দল, ছিল সিরিজ হারের শঙ্কায়। এমন খাদের কিনারায় দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে লিটন দাসের দল। 
রোববার ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান জমা করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ডু অর ডাই ম্যাচে এদিন ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পাওয়া ডানহাতি এই ব্যাটার ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন। এছাড়া মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ২৫ বলে ৩১ ও শামিম হোসেন পাটওয়ারীর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৮ রান। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ দল। মূলত শরিফুল ইসলামের শুরুর উইকেট আর রিশাদ হোসেনের শেষ উইকেট দিয়ে জয় পায় টাইগাররা। মাঝের সময়ে মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানরাও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। তাতেই এসেছে দুর্দান্ত জয়।

আরও পড়ুন

ম্যাচের পর অনুভূতি ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন। ম্যাচ সেরা হয়ে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। রিশাদ দারুণ করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।’
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী বুধবার (১৬) মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচ জিতলে অন্তত টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের গ্লানি ভুলে সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবে দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত ৫ শতাধিক

চবির ৩ ছাত্র আইসিইউতে, ক্লাস-পরীক্ষা বন্ধ

ভিসা জালিয়াতিতে জড়িতরা আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না: মার্কিন দূতাবাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা নিহত, দাবি ইসরায়েলের

কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা