লিটন-শামীমের দৃঢ়তায় লড়াকু পুঁজি সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : শুরুতে যেভাবে উইকেট হারাতে শুরু করেছিল বাংলাদেশ দলের ব্যাটাররা, তাতে আগের ম্যাচের মতোই ভাগ্য বরণ করতে হয় কি না, সে সম্ভাবনা দেখা দিয়েছিল; কিন্তু মিডল অর্ডারে লিটন দাস এবং শামীম হোসেন পাটোয়ারীর দৃঢ়তায় লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ।
ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী করেন ৪৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতোই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী শুরু করেছিল টাইগার ব্যাটাররা। প্রথম দুই ওভারেই উইকেট হারিয়ে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে বলে নুয়ান থুসারার ইনসুইং বলে বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। ৩ বল খেলে একটি রানও করতে পারেননি তিনি।
তানজিদ হাসান তামিম কিছুক্ষণ টিকে থাকতে পারলে ঝড়ের গতিতে রান ওঠে। কিন্তু আভিস্কা ফার্নান্দোর আউটসুইঙ্গার বলে শট খেলতে যান। বল ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ স্লিপে। যেখানে কুশল পেরেরা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করে নেন।
বাংলাদেশ একাদশ
আরও পড়ুনতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা, জামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসি, মহেস থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।
মন্তব্য করুন